• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

চট্টগ্রামে পার্লারের বাথরুমে বিউটিশিয়ানের ঝুলন্ত লাশ, পরিবার বলছে হত্যা

নিজস্ব প্রতিবেদক / ৯৪
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
20250904 2215 image

চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় একটি পার্লারের বাথরুম থেকে প্রিয়াঙ্কা দত্ত (৩৫) নামে এক বিউটিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে ‘নাদিয়া’স মেকওভার’ নামের ওই পার্লারে এ ঘটনা ঘটে।

বাথরুমের শাওয়ারে ওড়না দিয়ে পেঁচানো অবস্থায় লাশটি পাওয়া যায়। আশ্চর্যের বিষয়, মরদেহের পা মেঝের সঙ্গে প্রায় স্পর্শ করছিল। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি ডিপ্রেশনের কারণে আত্মহত্যা। তবে প্রিয়াঙ্কার পরিবার অভিযোগ করছে, ঘটনাটি পরিকল্পিত হত্যা।

শেষ ইচ্ছা অপূর্ণ , ডায়েরির পাতায় কষ্টের কথা

বাঁশখালীর বাসিন্দা ও সঞ্জিত দত্তের স্ত্রী প্রিয়াঙ্কার শখ ছিল, নীল শাড়ি পরে দুর্গাপূজায় পরিবারের সঙ্গে সময় কাটানো। বাজার করে শাড়িটিও কিনেছিলেন তিনি। কিন্তু সেই শাড়ি আর পরা হলো না। মৃত্যুর আগে নিজের ডায়েরিতে লিখে গিয়েছিলেন— “নীল শাড়িটা তো পড়লাম না, একটু পড়িয়ে দিও।”

ঘটনার পর পুলিশ প্রিয়াঙ্কার ব্যক্তিগত ডায়েরি উদ্ধার করে। সেখানে একাধিক স্থানে তিনি নিজের মানসিক চাপ, ক্লান্তি আর শান্তির আকাঙ্ক্ষার কথা উল্লেখ করেছেন। লিখেছেন—

“এতো দায়িত্ব কেন, আমি শান্তি চাই। জাস্ট রিল্যাক্স।ছেলে সজীব, আমাকে ক্ষমা করিস। আমি তোর যোগ্য মা হতে পারলাম না। ভালোবাসা চাই, টাকার লোভ আমার নেই।”

ডায়েরিতে আরও লেখা ছিল, মৃত্যুর পর তার মরদেহ কাটাছেঁড়া না করার অনুরোধ এবং স্বামী-সন্তানকে ভালো রাখার উপদেশ।

পরিবারের দাবি হত্যা

প্রিয়াঙ্কার মা বলেন, “আমার মেয়ে সব সময় হাসিখুশি ছিল। এমন কিছু হয়নি যে সে আত্মহত্যা করবে।” তিনি জানান, পার্লারের আরেক কর্মচারীর সঙ্গে তার মেয়ের ঝগড়ার কথাও তিনি শুনেছেন।

ছেলে সজীব দত্তের দাবি, বাথরুমের শাওয়ারে ফাঁস দেওয়া সম্ভব নয়। “শাওয়ার কি মানুষের ভার নিতে পারে?” — প্রশ্ন তোলেন তিনি। সেই সঙ্গে ডায়েরির লেখাগুলো ফরেনসিক পরীক্ষার দাবি করেন।

পাঁচলাইশ থানার ওসি মো. সোলাইমান জানান, “আমরা ধারণা করছি, ডিপ্রেশনের কারণে প্রিয়াঙ্কা আত্মহত্যা করেছেন।” তবে পরিবারের অভিযোগ গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

পার্লার মালিকের রহস্যজনক নীরবতা

ঘটনার সময় পার্লারের মালিক উপস্থিত থাকলেও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। এমনকি পরে তার স্বামীর বক্তব্য নিতেও বাধা দেন নিরাপত্তাকর্মীরা।

ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রিয়াঙ্কার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা—সেই প্রশ্নের উত্তর এখনও অমীমাংসিত রয়ে গেছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ