
ম্যানচেস্টার ইউনাইটেডে ব্যাপক আশা নিয়ে যোগ দেওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্টনি শেষ পর্যন্ত কান্না চোখে ওল্ড ট্র্যাফোর্ড ত্যাগ করেছেন। তিন বছরের মধ্যে প্রত্যাশার চেয়ে অনেক পিছিয়ে থাকায়, কোচের আস্থার অভাব ও নিজের অবস্থান খুঁজে না পাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
২৫ বছরের এই ফুটবলার সোমবার স্পেনের রিয়াল বেতিসে যোগ দেন। যদিও তার নতুন ক্লাবে যাত্রা বেজে উঠেছিল আগেই, গত মৌসুমের দ্বিতীয়ার্ধে তিনি ধারে বেতিসের জার্সিতে খেলেছিলেন।
সেখানেই তার প্রতিভা মার্কা করে নিয়ে আসার সুযোগ হয়েছিল এবং এখন তিনি স্থায়ীভাবে ক্লাবটিতে যোগ দিলেন। কিছু আইনগত জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত দুই ক্লাব সমঝোতায় পৌঁছায়। ইএসপিএন-এর রিপোর্ট অনুযায়ী, রিয়াল বেতিস অ্যান্টনির জন্য ২২ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি ও ৩ মিলিয়ন ইউরো বোনাস প্রদান করবে। এছাড়া, ভবিষ্যতে অ্যান্টনির বিক্রির ওপর ম্যানইউ ৫০ শতাংশ শেয়ার লাভ করবে।
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার আগে আবেগঘন বিদায়ী বার্তা দিয়ে অ্যান্টনি বলেন, “আসল কথা হলো, আমার পরিবার ছাড়া কেউ জানে না, এই সময়টা কতটা কষ্টকর ছিল। আমি আলাদা করে অনুশীলন করেছি কারণ দলের মধ্যে আমার জায়গা ছিল না। কিন্তু আমি বিশ্বাস করেছিলাম, একদিন সুযোগ আসবে।”
তিনি আরও যোগ করেন, “এই দলবদল সম্পন্ন করা সহজ ছিল না। অনেক বাধা ছিল, তবে এখন আমি বেতিসে আছি এবং মাঠে ফেরার অপেক্ষায় রয়েছি।”
গত মৌসুমে বেতিসের হয়ে ২৬ ম্যাচে ৯ গোল করে তিনি ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে দলের নেতৃত্ব দেন। তার এমন সফল পারফরম্যান্সে মুগ্ধ হয়ে লা লিগার ক্লাবটি তাকে স্থায়ীভাবে দলে ভিড়িয়ে নেয়।
২০২২ সালে আয়াক্স থেকে ৯৫ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া অ্যান্টনি ক্লাবটির ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম চুক্তি করেন, পল পগবার পরে। কিন্তু তিন বছরে ৯৬ ম্যাচের মধ্যে মাত্র ১২ গোল করার জন্য তিনি বিতর্কের মুখে পড়েন।
শেষ বিদায় উপলক্ষে তিনি বলেন, আমি ইউনাইটেডে ভালো অনুভব করেছি, অনেক ভালোবাসা পেয়েছি। আমি এখানে থাকার জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু এখন আমি খুশি যে আবার বেতিসে ফিরেছি।
এমএইচ/এমআর/দেশবিদেশ