• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

যড়যন্ত্র করে বিএনপির বিজয় থামানো যাবে না : অ্যাডভোকেট ইফতেখার মহসিন

নিজস্ব প্রতিবেদক / ২৯
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 09 01 at 6.46.53 PM

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা, ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সংগঠক ও ৯০ এর গণঅভ্যুত্থানের অগ্র সৈনিক অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন বলেছেন, “যড়যন্ত্র করে বিএনপির বিজয় থামানো যাবে না। জনগণই বিএনপির শক্তি, আর সেই শক্তির কাছে সব ধরনের ষড়যন্ত্র ব্যর্থ হবে।”

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপ্লব উদ্যানে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে জনগণ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়। সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করছে। জনগণের অধিকার ফিরিয়ে আনতে এই দল দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা বিএনপি নেতা আবু হেনা চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক, আব্দু করিম ছানুবী, সমাজ কর্মী মামুন, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সরওয়ার কামাল, বিএনপি নেতা নুরুল মুস্তাফা, মহসিন কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জুনায়েদ রাছেল, বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা আবু তারেক, ওলামা দল নেতা নিজাম উদ্দিন প্রমূখ।

সভা শেষে অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিন নেতৃত্বে চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে পুষ্পার্ঘ্য অর্পণ করে সংগঠনের নেতাকর্মীরা।


এই বিভাগের অন্যান্য সংবাদ