• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

চবিতে শিক্ষার্থী-স্থানীয় সংঘর্ষের ঘটনায় মামলা

/ ৩৬
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
1756808482.cu

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করেছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতেই হাটহাজারী থানায় এ মামলা দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। তবে মামলার বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে শনিবার (৩০ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে চবির ২ নম্বর গেট এলাকার একটি ভাড়া বাসায় এক নারী শিক্ষার্থীর প্রবেশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের বাগবিতণ্ডা হয়। ঘটনাটি দ্রুত সংঘর্ষে রূপ নেয় এবং তা গভীর রাত পর্যন্ত চলে। পরদিন রবিবার (৩১ আগস্ট) সংঘর্ষ আরও ভয়াবহ আকার ধারণ করে। এতে প্রোভিসি, প্রক্টরসহ কয়েকশ শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবিবার বিকাল থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে পূর্বদিকে রেলগেট পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করে হাটহাজারী উপজেলা প্রশাসন। পরবর্তীতে তা বর্ধিত করে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা পর্যন্ত কার্যকর রাখা হয়।

এ ঘটনায় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। ক্লাস চালু থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কম। এছাড়া বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) পর্যন্ত সব বিভাগের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তী সিদ্ধান্ত নির্ধারণে মঙ্গলবার বিকেল ৩টায় জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছেন উপাচার্য।


এই বিভাগের অন্যান্য সংবাদ