
চট্টগ্রাম নগরের দুই নম্বর গেইট এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় তানজিবা সাইফুল তিশমা (২০) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
রোববার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিশমা হাজী মুহাম্মদ মহসিন সরকারি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী ১০ নম্বর রুটের একটি বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তিশমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিশমার বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের মধ্যম কধুরখীল এলাকায়। তার মৃত্যুর খবরে সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।