• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

চট্টগ্রামে সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল গণঅধিকার পরিষদ

স্টাফ রিপোর্টার / ১৭
শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
Untitled design 20250830 020922 0000

ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে মিছিলকালে ‘হামলার’ প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে প্রায় ৪০-৫০ জন নেতাকর্মী ষোলশহর দুই নম্বর গেইট মোড়ে অবস্থান নেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। এসময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন। ফলে গুরুত্বপূর্ণ এ মোড়টিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং চারপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, প্রায় ৪৫ মিনিট বিক্ষোভের পর রাত ১২টার দিকে তারা সড়ক ছেড়ে চলে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে শনিবার দুপুর ১২টার দিকে একই স্থানে আবারও বিক্ষোভ করার ঘোষণা দিয়েছে দলটি।

এর আগে সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে মিছিল নিয়ে যাচ্ছিলেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এসময় তাদের সঙ্গে জাতীয় পার্টির কর্মীদের সংঘর্ষ বাঁধে। ঢিল ছোড়াছুড়ির একপর্যায়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গণঅধিকার পরিষদের দাবি, তাদের মিছিলে জাতীয় পার্টির পক্ষ থেকে পেছন দিক থেকে হামলা চালানো হয়েছে। তবে জাতীয় পার্টির পাল্টা অভিযোগ, তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়েছে গণঅধিকার পরিষদ।


এই বিভাগের অন্যান্য সংবাদ