• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

রোহিঙ্গা যুবকের প্রেমের ফাঁদ, অপহৃত স্কুলছাত্রী তিন মাস পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২৫
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
kidnap 2508281345

চট্টগ্রাম নগরের হালিশহর থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে তিন মাস পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযুক্ত এক রোহিঙ্গা যুবক ‘বাঙালি সেজে’ ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে কক্সবাজারে আটকে রাখে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) রাত ৯টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মুছারখোলা চাকমা পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। অভিযুক্ত যুবকের নাম আল মামুন ওরফে আফবিয়া (২০)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ইস্ট ক্যাম্পের বাসিন্দা।

পিবিআই জানায়, গত ১৯ মে কোচিংয়ে যাওয়ার পথে হালিশহর থেকে ওই ছাত্রীকে নিয়ে যায় আল মামুন। পরে ২ জুন ভিকটিমের মা আদালতে মামলা করলে পিবিআইকে উদ্ধার অভিযানের নির্দেশ দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম নগর ইউনিটের এসআই মো. মহসীন চৌধুরী জানান, আল মামুন মেয়েটিকে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে লুকিয়ে রাখছিল। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে কক্সবাজার থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি আদালতে জবানবন্দি রেকর্ডসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পিবিআই।


এই বিভাগের অন্যান্য সংবাদ