• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

চট্টগ্রামে সওজ কর্মকর্তাদের বিরুদ্ধে বিল–বাণিজ্যের অভিযোগ, দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক / ২৬
বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
Anti Corruption Commission 2508281405

চট্টগ্রামে সড়কের সৌন্দর্য্য বর্ধনের কাজ না করেও ঠিকাদারকে বিল জমা দেওয়ার জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, বিলে সই করতে অস্বীকৃতি জানানো এক ঠিকাদারকে অপরিচিত নম্বর থেকে হুমকিও দেওয়া হয়েছে।

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নগরের রহমতগঞ্জ এলাকায় সওজের চট্টগ্রাম জেলা কার্যালয়ে ঝটিকা অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম।

দুদক সূত্র জানায়, অক্সিজেন মোড় থেকে হাটহাজারী পর্যন্ত এক কোটি টাকার কাজ টেন্ডার প্রক্রিয়ার আগেই এক ঠিকাদারকে দিয়ে করানো হয়। পরে টেন্ডারে অন্য ঠিকাদার কাজ পেলেও তাকে বিলে সই করতে বলা হয়। তিনি অস্বীকৃতি জানালে বুধবার রাতে একাধিক অপরিচিত নম্বর থেকে হুমকি দেওয়া হয়।

অভিযান শেষে দুদক কর্মকর্তা সায়েদ আলম সাংবাদিকদের জানান, অভিযোগের সত্যতা মিলেছে। তিনি বলেন, “টেন্ডারে কাজ পাওয়া ঠিকাদারকে কাজ করানো হয়নি। অন্য প্রতিষ্ঠান আগেই কাজ করেছে এবং টাকা পেয়েছে। অথচ টেন্ডারে জয়ী প্রতিষ্ঠানকে জোর করে বিল–সংক্রান্ত কাগজে সই করতে বলা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এ বিষয়ে সওজের নির্বাহী বা তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বক্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে আরও কাগজপত্র চেয়েছে দুদক।

প্রসঙ্গত, গত ১৪ মে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সফর উপলক্ষে অক্সিজেন থেকে হাটহাজারী বাস স্ট্যান্ড পর্যন্ত সড়কে সৌন্দর্য্য বর্ধন ও সংস্কারের কাজ করা হয়েছিল।


এই বিভাগের অন্যান্য সংবাদ