
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসিন হলে সহপাঠীকে ছুরিকাঘাতের অভিযোগে ডাকসু ভিপি প্রার্থী জ্বালাময়ী জালালকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী রবিউল (২০১৮–১৯ শিক্ষাবর্ষ) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার সহপাঠীরা জানান, দীর্ঘদিন ধরে তিনি জালালের অত্যাচারের শিকার ছিলেন। সর্বশেষ ছুরিকাঘাতে রবিউলের বুকের বাঁ পাশ গুরুতরভাবে জখম হয়।
অভিযোগ অস্বীকার করে জালাল নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের হল থেকে উচ্ছেদের উদ্যোগ নেওয়ায় রুমমেট রবিউল তাকে আক্রমণ করেন। তবে প্রত্যক্ষদর্শীরা এ দাবি নাকচ করেছেন।
ঘটনার পর মুহসিন হল প্রভোস্ট জ্বালাময়ী জালালকে বহিষ্কার করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ তাকে রাতেই হেফাজতে নেয়।