• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ গায়ানার যাত্রী আটক

/ ২৬
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
chatganews image 4 31

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ কেজি কোকেনসহ গায়ানার এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা কোকেনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। সোমবার (২৫ আগস্ট) গভীর রাতে যাত্রী এম এস কারেন পেতুলা স্টাফেলকে আটক করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা দোহা থেকে আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের ওপর নজর রাখেন। উড়োজাহাজটি রাত আড়াইটার দিকে ঢাকায় অবতরণের পর সন্দেহভাজন যাত্রীকে চিহ্নিত করে ব্যাগেজ স্ক্যানিং করা হয়। এ সময় তার লাগেজ থেকে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেটে কোকেন উদ্ধার করা হয়।

পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিমানবন্দর ইউনিট পরীক্ষা করে নিশ্চিত করে যে জব্দকৃত পদার্থ কোকেন।

কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর জানিয়েছে, আটক যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ