• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

মাওলানা মামুনুল হকের অভিযোগ: ফেসবুক আইডি ও পেজ ‘রিমুভ’

দেশবিদেশ ডেস্ক / ২৫
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
Untitled 13 20250826070821

 

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক কর্তৃপক্ষের একপক্ষীয়, অগণতান্ত্রিক ও বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন। তার ব্যক্তিগত ফেসবুক আইডি এবং অফিসিয়াল পেজ একাধিকবার ‘রিমুভ’ ও ‘সাসপেন্ড’ করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানায় মামুনুল হক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন খেলাফত মজলিসের প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদ।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক জানান, মাওলানার পক্ষে দলের কয়েকজন প্রতিনিধি জিডিটি জমা দিয়েছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, কয়েক মাস ধরে তার নাম, বক্তব্য ও ছবি ফেসবুকে অন্যায়ভাবে রেস্ট্রিকশন ও ব্লক করা হচ্ছে, ফলে ব্যক্তিগত ও অফিসিয়াল পেজ একাধিকবার বন্ধ হয়েছে। এতে তিনি সামাজিক, পেশাগত ও রাজনৈতিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

খেলাফত মজলিসের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমের এই আচরণ রাজনৈতিক নেতাদের মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের ওপর আঘাত হিসেবে দেখা হচ্ছে। দলের পেজ, গণমাধ্যম ও ব্যক্তিগত অ্যাকাউন্টগুলোও অযৌক্তিকভাবে রেস্ট্রিকশনের কবলে পড়ছে।

মাওলানা মামুনুল হক জিডিতে উল্লেখ করেছেন, “একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান হওয়া সত্ত্বেও পরিকল্পিতভাবে আমাকে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অবরুদ্ধ করা হচ্ছে, যা গণতান্ত্রিক রাজনীতিকে স্তব্ধ করার প্রচেষ্টা।” তিনি আশা প্রকাশ করেন, মেটা কর্তৃপক্ষ বিষয়টি পুনর্বিবেচনা করে সুবিচার করবে।

দলের পক্ষ থেকে বলা হয়েছে, মাওলানা মামুনুল হকের ফেসবুক আইডি ও অফিসিয়াল পেজ পুনরায় চালু না হওয়া পর্যন্ত আইনগত এবং সংবেদনশীল পদক্ষেপ নেওয়া হবে।


এই বিভাগের অন্যান্য সংবাদ