• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

বান্দরবানের লামায় প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৪০
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
images 94 1

পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। রোববার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ইউনিয়নের আজিজনগর এলাকায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানাজানি হয় সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায়। পরে এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্যদের সহযোগিতায় অভিযুক্ত মো. ইমরানকে আটক করে আজিজনগর ফাঁড়ির পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় ভিকটিমের বাবা কর্মস্থলে এবং মা বড় মেয়ের ডেলিভারির জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন। এ সুযোগে কিশোরীকে একা পেয়ে অভিযুক্ত ইমরান ধর্ষণ করে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে প্রকাশ না পেলেও পরদিন কিশোরী বিষয়টি আত্মীয়কে জানায়। এরপর এলাকাবাসী বিষয়টি জানতে পারে এবং অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

আজিজনগর ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আহমেদ মোরশেদ জানান, আসামিকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ভিকটিমকে বান্দরবান সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।


এই বিভাগের অন্যান্য সংবাদ