• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

বাংলাদেশ জেলের নতুন নামকরণ: আসছে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’

দেশবিদেশ ডেস্ক / ২৫
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
van 20250826130139

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নিয়েছে কারা অধিদপ্তর। মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

তিনি বলেন, কারাগারকেন্দ্রিক সংশোধনমূলক কার্যক্রমে অধিক গুরুত্ব দিতে এই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কারা বিভাগ ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’-এর খসড়া চূড়ান্ত করেছে, যা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

আইজি প্রিজন জানান, ধারণক্ষমতার অতিরিক্ত বন্দিদের স্থান সংকুলানের জন্য ইতোমধ্যে দুটি কেন্দ্রীয় কারাগার এবং চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক সমন্বয়ের স্বার্থে ঢাকা বিভাগকে ভেঙে দুটি বিভাগে ভাগ করা হয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কারা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।


এই বিভাগের অন্যান্য সংবাদ