
চট্টগ্রাম মহানগর যুবদলের নতুন কমিটি শিগগিরই ঘোষণা করা হতে পারে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি বিদেশ সফর থেকে দেশে ফেরায় আটকে থাকা প্রক্রিয়া আবারও গতি পেয়েছে।
সূত্র জানায়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবার কমিটি গঠন করা হবে ত্যাগী, আন্দোলন–সংগ্রামে সক্রিয় ও ক্লিন ইমেজের নেতাদের নিয়ে। সম্ভাব্য প্রার্থীরা নিজেদের অবস্থান তুলে ধরতে স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। আপাতত আংশিক কমিটি দিয়ে পরে পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
নগর যুবদলের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মো. শাহেদকে সভাপতি করে নতুন কমিটি ঘোষণার সম্ভাবনা বেশি। তবে আলোচনায় আছেন এইচ এম রাশেদ খান, ইকবাল হোসেন, মাঈনউদ্দীন মোহাম্মদ শহীদ, ফজলুল হক সুমন, শাহেদ আকবর ও শহিদুল ইসলাম শহিদসহ একাধিক নেতা।
এ বিষয়ে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, “ত্যাগী ও ক্লিন ইমেজের নেতাদের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে। কোনো বিতর্কিত নেতার স্থান হবে না।”
উল্লেখ্য, ২০১৮ সালের জুনে গঠিত নগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত বছরের সেপ্টেম্বর তা বিলুপ্ত করা হয়। প্রায় এক বছর পর নতুন নেতৃত্ব ঘোষণার তোড়জোড় শুরু হলো।