
আমদানি করা পূর্ণ কন্টেইনার (এফসিএল) পণ্য খালাসে আরোপিত চার গুণ ‘স্টোররেন্ট’ এক মাসের জন্য স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের ইয়ার্ডে কন্টেইনার জট ও অপারেশনাল সমস্যার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে বন্দর কর্তৃপক্ষের পরিবহন বিভাগের পরিচালক এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এফসিএল কন্টেইনারে অতিরিক্ত চার্জ আরোপ করা হবে না। তবে খালি কন্টেইনারের ক্ষেত্রে সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।
বন্দর সূত্র জানায়, বিজিএমইএসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের অনুরোধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমদানিকারকদের দ্রুত কন্টেইনার ডেলিভারি নিতে বন্দর কর্তৃপক্ষ আহ্বান জানিয়েছে।
বিজিএমইএর প্রথম সহ-সভাপতি ও কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমান বলেন, “আমরা কখনো চার্জ বৃদ্ধির বিপক্ষে ছিলাম না, শুধু আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছিলাম। এক মাসের জন্য স্থগিত হওয়াকে আমরা স্বাগত জানাই।”