• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন

চট্টগ্রামেআগুনে পুড়ে নারীর মৃত্যু, দগ্ধ আরও তিনজন

নিজস্ব প্রতিবেদক / ২০
মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
Fire 1

চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরা মোল্লার বাড়ি এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা আগুনে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম গীতা রানি ঘোষ। এ ঘটনায় দগ্ধ হয়ে গীতার পরিবারের আরও তিন সদস্য— বিপ্লব ঘোষ, কণা ঘোষ ও শশী ঘোষ— চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৬ আগস্ট) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. ফখরুদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ঘরের ভেতর থাকা গীতা রানি ঘোষের মৃত্যু হয়।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত পৌনে ৩টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর ৪টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এ ঘটনায় ঘরের অন্তত ১০ লাখ টাকার মালামালও পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 


এই বিভাগের অন্যান্য সংবাদ