• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা চলছে: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক / ২১
রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
Nahid 20250717093505

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৪ আগস্ট) এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়া আয়োজিত “২০২৪-এর গণঅভ্যুত্থান বীরত্বগাথা ও বিপ্লব-পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন পেছানো বা আসন সমঝোতা—এসব শুধু গালগল্প। নির্বাচনে অংশগ্রহণ কিংবা সফলতার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সংস্কার।”

তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি ভিত্তিতে নির্বাচন আয়োজন ছাড়া অন্য কোনো বিকল্প তিনি দেখছেন না। “আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে বিতর্ক করিনি। আমরা শুধু বলেছি—সংস্কারের নিশ্চয়তা ও বিচারের নিশ্চয়তা পেলে ডিসেম্বরেও নির্বাচন হলে আমাদের আপত্তি নেই।”

সংস্কারকে এনসিপির প্রধান এজেন্ডা হিসেবে উল্লেখ করে তিনি যোগ করেন, “বিপ্লবের পর জনগণের কাছে আমরা বলতে চাই যে পরিবর্তনটা এনসিপিই এনেছে। তাই সংস্কারের পরই আমরা নির্বাচন নিয়ে ভাবব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মাদ। সভাপতিত্ব করেন এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স, মালয়েশিয়ার সভাপতি মোহাম্মদ এনামুল হক এবং সঞ্চালনা করেন আলমগীর চৌধুরী আকাশ।


এই বিভাগের অন্যান্য সংবাদ