
চট্টগ্রামের সন্দ্বীপে আলোচিত রিফাত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি দিদার মাঝিকে গ্রেফতার করেছে র্যাব-৭। শুক্রবার(২২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার ছেলে মেহেদী হাসান শাহদাতকেও র্যাবের হাতে ধরা পড়ে।
র্যাব জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর দিদার মাঝি চট্টগ্রাম শহরের একটি ভাড়া বাসায় লুকিয়ে ছিলেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে সন্দ্বীপ উপজেলার একটি গ্রামে কিশোর রিফাতকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে অভিযোগ করে নিহতের পরিবার। রিফাত স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী ছিলেন। ঘটনার পর ২৪ মে সন্দ্বীপ থানায় দিদার মাঝিসহ কয়েকজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সন্দ্বীপজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা একাধিক মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার দা