
লোহাগাড়ার চুনতি ইউনিয়নে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চুনতি বাজারে পুলিশের তিন সোর্সকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক হওয়ার ঘটনায় অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনকে প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে এ সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন।
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয়রা তিন সোর্সকে আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করেন। এ সময় তাদের কাছ থেকে ৪৮ বোতল ফেনসিডিল (প্রতিটি ১০০ এমএল) ও পাচারে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। ঘটনাটি নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এসআই কামালকে প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন। তদন্তের ফলাফলের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি বছরের ২২ এপ্রিল এসআই কামাল চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর কাছ থেকে পুরস্কৃত হয়েছিলেন।
এআরই/দেশবিদেশ