
চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গা ডুরিয়া পাড়া তরুণ সংঘের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত হলো মিনিবার আন্তঃফুটবল টুর্নামেন্ট-২০২৫। শুক্রবার (২২ আগস্ট) জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, ৪১ নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর এবং পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি জননেতা ডা. মো. নুরুল আবছার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৪১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জনাব মো. জসিম উদ্দিন মিলকী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৪১ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক জনাব মো. জিয়াউর রহমান মিয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন জেলা ৩১৫, বি৪, বাংলাদেশের জোন চেয়ারপার্সন লায়ন ও দেশবিদেশ২৪ এর সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল। এ ছাড়াও উপস্থিত ছিলেন পতেঙ্গা থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আলী হোসেন, আব্দুল কাদের, যুবদল নেতা মো. হোসেন রানা, ইয়াছিন আজাদ, স্বেচ্ছাসেবক দল নেতা কাউছার আলম কাইছার, মো. সাইফুল ইসলাম রিপন, আবদুল আজিজ, ম. ই লিটন, মো. ইকবাল বাহার, রাশেদুল হাসান লিটন, মো. নুর হোসেন, আলী আজগর মিন্টু, হাজী নুরুল ইসলাম, আবুল কালাম, মো. শাহরিয়ার নাঈম, মো. জাহাঙ্গীর আলম, মো. নাছির উদ্দিন, জাহিদুল আলম, নুর হোসেন, রাব্বীসহ অসংখ্য নেতাকর্মী।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখে। তারা এ ধরনের উদ্যোগকে প্রশংসা করে নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
এআরই/দেশবিদেশ