
কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় উল্টে যাওয়া লরির চাপায় প্রাইভেটকার ও অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২২ আগস্ট) বেলা সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, একটি লরি ইউটার্ন নেওয়ার সময় উল্টে গিয়ে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। এসময় আরেকটি প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। ওসি জানান, উদ্ধার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।