• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫

প্রতিরক্ষা বাহিনীর নতুন বেতন নির্ধারণে কমিটি গঠন

/ ৪৮
শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
1755847948 2819e292b44e171ab17f0cd0ccdf12c9

সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের নতুন বেতন কাঠামো নির্ধারণে ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’ গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এস এম কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দের জন্য (বেসামরিক কর্মকর্তা/কর্মচারী ব্যতীত) ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’ নামে একটি বেতন কমিটি গঠনে অনুমোদন প্রদান করেছেন।

৯ সদস্যের কমিটিতে সভাপতি করা হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে।

ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খানকে কমিটির সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’ সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে নিজস্ব নীতি ও পদ্ধতি অনুসরণ করবে। প্রয়োজনে দেশের যেকোনো সংস্থার কাছে যেকোনো তথ্য চাইতে পারবে এবং যেকোনো ব্যক্তি বা সংস্থার সহায়তা নিতে পারবে। এ ছাড়া কমিটি প্রয়োজনে তিন বাহিনীর জন্য পৃথক পৃথক তিনটি সাব-কমিটি গঠন করে তাদের সুপাারিশ বিবেচনা করতে পারবে এবং সশস্ত্র বাহিনীর যেকোনো সদস্যকে প্রয়োজনে এই কমিটি/সাব-কমিটির সঙ্গে সংযোজন করতে পারবে।

কমিটি জাতীয় বেতন কমিশনের সঙ্গে সমন্বয় এবং নিবিড় যোগাযোগ রক্ষা করে কাজ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

কমিটি তাদের সুপারিশ পুস্তক আকারে ২৫ কপি ৩১ অক্টোবরের মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগে পেশ করবে।

সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন কমিটিতে মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, রিয়ার অ্যাডমিরাল মো. জহির উদ্দিন, এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং, এয়ার কমডোর জামিল উদ্দিন আহম্মদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিলিয়া শারমিন এবং ক্যাপ্টেন মো. তৌহিদ সাগরকে সদস্য করা হয়েছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ