করোনায় এক দিনে আরও ৬১ মৃত্যু, শনাক্ত ১৯১৪।





শেয়ার

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৮টা) পর্যন্ত আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯১৪ জন।

আগের দিন সোমবার দেশে শনাক্ত হয়েছিল ১ হাজার ৩৫৯ জন। আর গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ১ হাজার ৯১৪ জন।

এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেলেন ১১ হাজার ৭০৫ জন। আর আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন ৩ হাজার ৮৭০ জন। এখন পর্যন্ত সুস্থ্য হয়েছেন ছয় লাখ ৯৫ হাজার ৩২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৮ শতাংশ, মৃত্যুর হার এক দশমিক ৫৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ২১ হাজার ৯১৪টি। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯১৪ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় আক্রান্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ। আর দেশৈ করোনার সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ।

স্বাস্থ্য


শেয়ার