বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ-এ বঙ্গবন্ধু বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন করার প্রস্তুতি সভা অনুষ্ঠিত





শেয়ার

বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ-এ বঙ্গবন্ধু বিষয়ক সাংস্কৃতিক
প্রতিযোগিতা সম্পন্ন করার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ।

 

 

সম্প্রতিকালে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলে ২০২০-২০২১ সালকে বঙ্গবন্ধু বর্ষ ঘোষণা করেছেন। ২০১৪ সাল হতে চট্টল ইয়ুথ কয়ার স্কুল ভিত্তিক বঙ্গবন্ধু কর্মসূচী শুরু করেছে এবং এই কর্মসূচী ২০২১ সাল পর্যন্ত চলবে। বাংলাদেশে প্রতিটি শিা প্রতিষ্ঠানে এই কর্মসূচী বাস্তবায়ন করা হবে। তারই ধারাবাহিকতায় ২৬ জুলাই ঝাউতলায় আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন পরিচালিত বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বঙ্গবন্ধু বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে ২৫ জুলাই বিকাল ৪ ঘটিকার মধ্যে স্কুলের প্রধান শিকের নিকট নাম জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হল। ১৮ জুলাই বুধবার সকাল ১১ ঘটিকায় স্কুলের প্রধান শিক মহোদয়ের দপ্তরে এক প্রস্তুতি সভায় কয়ার মহাসচিব অরুণ বণিক উপরোক্ত তথ্য উপস্থাপন করেন। বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠের প্রধান শিক গোলাম রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন পরিচালিত ৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে বঙ্গবন্ধু বাংলা বিদ্যাপীঠ একটি অন্যতম শিা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে অত্র এলাকার গবীর মানুষের ছেলে-মেয়েরা নাম মাত্র বেতনে লেখা-পড়া করে। স্কুলের যাবতীয় ব্যয় ভার আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন বহন করেন। আগামী ২৬ জুলাই দুপুর ১২.৩০ ঘটিকায় এই স্কুলে বঙ্গবন্ধু বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকলে মিলে এই কর্মসূচী অবশ্যই সফল করব। অধ্যাপক রনি গোমেজ এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় শিকদের মধ্যে বক্তব্য রাখেন, শিক কবির হোসেন, সাইফুল ইসলাম, ফারহানা ইসলাম, টিংকু প্রভা দে, শাহানারা বেগম, সাইফুর রহমান বাবু, মোঃ ইউনুছ মিয়া, মৌঃ মোঃ ইব্রাহীম খলিল, সারোয়ার কামাল, কয়ারের পে বক্তব্য রাখেন আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, মনির হোসেন, শাপলা চৌধুরী প্রমূখ।  প্রেস বিজ্ঞপ্তি

সংস্কৃতি


শেয়ার