নাটকেই সরব মিম





শেয়ার

এই রোজার ঈদে জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের তিন তিনটি নাটক মুক্তি পেলো। বড় পর্দায় না হলেও এবার ছোট পর্দায় তার অভিনয় দেখে ভক্তরা খানিকটা তৃপ্তি পাচ্ছেন। নায়িকাও যেন ভক্তদের চাহিদা মেটাতে পেরে সন্তুষ্ট। কারণ ঈদের পর পরই নতুন একটি নাটকের শুট সেরে ফেললেন। ‘মনের মানুষ’ শিরোনামের নাটকে মিমের বিপরীতে ছিলেন মোশাররফ করিম। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার, এটি ঈদুল আজহায় প্রচার হবে। একজন প্রবাসী ও তার স্ত্রীকে নিয়ে আবর্তিত হয়েছে নাটকের গল্প। এতে প্রবাসীর চরিত্রে মোশাররফ করিম ও তার স্ত্রী চরিত্রে মিম অভিনয় করেছেন। নতুন নাটকটি নিয়ে মিম বলেন, পরিচালক সঞ্জয় সমাদ্দারের সঙ্গে নানা কাজ নিয়ে অনেকদিন ধরে আলোচনা হয়। কিন্তু কাজ করা হয় না

বিজ্ঞাপন  

তাই এবার গল্পটা শুনেই বলেছি কাজটা করবো। এদিকে, করোনাসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে মিমকে বড় পর্দায় দেখা যাচ্ছে না। সবশেষ মিম অভিনীত মুক্তি পাওয়া সিনেমা ‘সাপলুডু’। তাছাড়া মিম অভিনীত ‘পরাণ’, ‘দামাল’,  ‘অন্তর্জাল’, ‘ইত্তেফাক’সহ কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। কবে নাগাদ ছবিগুলো মুক্তি পাবে জানতে চাইলে এই নায়িকা বলেন, ভক্তদের মতো আমিও নিজেকে বড় পর্দায় দেখার অপেক্ষায় আছি। তবে সিনেমা মুক্তির ব্যাপার তো আমার ওপর নির্ভর করে না। এই ছবির প্রযোজনা প্রতিষ্ঠান বা প্রযোজকরা আসলে মুক্তির ব্যাপারটা বলতে পারবেন ভালো। আপাতত মুক্তির ব্যাপারে জানা নেই। এ ছাড়া চলতি বছরের জানুয়ারিতে মিম জীবনের নতুন অধ্যায় শুরু করেন। স্বামী সনি পোদ্দারের সঙ্গে বিবাহিত জীবনের ৪ মাস হলো। দাম্পত্য জীবন বেশ উপভোগ করছেন এ নায়িকা।
মিম বলেন, বিবাহিত জীবন ভালোই চলছে। শুটিং এবং নিয়মিত কাজের মধ্যে যতটা সময় পাই, সেটাই আমরা একে অপরের জন্য বরাদ্দ রাখি।

 

বিনোদন


শেয়ার