রোনালদোর কারণে মাশুল গুনছে কোকাকোলা





শেয়ার

রোনালদোর কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছে কোকাকোলা কোম্পানি। মাত্র কয়েক সেকেন্ডের ঘটনায় শেয়ারবাজারে ধস নেমেছে বিশ্বে সবচেয়ে জনপ্রিয় ​সফট ড্রিঙ্কস প্রস্তুতকারী এই সংস্থা।
ইউরো চ্যাম্পিয়নশিপের অফিসিয়াল স্পন্সর কোকাকোলা। কিন্তু সংবাদ সম্মেলনে এসে সেই কোকের বোতল সরিয়ে দিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। এ ঘটনায় আলোচনা-সমালোচনা জন্ম দিয়েছেন এই তারকা ফুটবলার। কিন্তু কেনইবা এমন করলেন তিনি? যে কারণেই হোক না কেন, রোনালদোর কারণে এখন মাশুল গুনতে হচ্ছে কোকাকোলা কোম্পানিকে। বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।  এ ঘটনার পর হঠাৎই তাদের শেয়ারের দাম কমে যায়। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।  হাঙ্গেরির সঙ্গে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে কোকের বোতল সরিয়ে রেখে পানি পান করতে বলেন রোনালদো। মাত্র ৫ থেকে ৭ সেকেন্ডের ছোট একটি কাজের জন্য বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে কোকাকোলা কোম্পানি। প্রায় চারশ কোটি ডলার তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা গচ্ছা দিতে হয়েছে কোমল পানীয়র এই কোম্পানিটিকে।  রোনালদোর এই ঘটনার আগে প্রতিটি শেয়ারের দাম ছিল ৫৬.১ ডলার করে। পরে এর দাম কমে হয়ে যায় ৫৫.২ ডলার। তবে শেয়ারবাজারে ধস নামলেও রোনালদোর বোতল সরানোর ঘটনাকে ইতিবাচকভাবেই নিয়েছে কোকাকোলা কোম্পানি। এক বিবৃতিতে তারা জানায়, ‘প্রত্যেক মানুষের পছন্দের পানীয় বাছাই করার স্বাধীনতা আছে। প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন স্বাদ ও পছন্দ থাকতে পারে।’ এদিকে হাঙ্গেরির বিপক্ষে ৩-০ গোলে জয় দিয়ে ইউরো কাপের যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। অধিনায়ক রোনালদো জোড়া গোল করে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।

ফুটবল


শেয়ার