বাংলাদেশি অনশনকারীদের জোর করে খাওয়ানোর নির্দেশ





শেয়ার

দেশবিদেশ২৪.কম অনলাইন ডেস্ক :
মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অধিদপ্তরে আটক তিন সপ্তাহ ধরে অনশনরত বাংলাদেশিদের জোর করে খাওয়ানোর নির্দেশ দিয়েছে ফ্লোরিডার আদালত।
দশজন বাংলাদেশিকে টেক্সাসের হিডালগো থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অভিযোগে ২০১৪ ও ২০১৫ সালে গ্রেফতার করা হয়। অনশনকারীদের একজন আবদুল আওয়াল অনুবাদকের মাধ্যমে বলেন, তারা কতক্ষণ আমাদের জোর করে খাওয়াবে? আমরা মরতে চাই।  আওয়াল বলেন, যুক্তরাষ্ট্রে ভাগ্যের অন্বেষণে এসেছেন বাংলাদেশে ভাগ্য বিড়ম্বিত হয়ে। তাই তারা বরং এখানে মরতে চাইবেন।
ডিসেম্বরের ২ তারিখ থেকে অনশন শুরু করেন তারা। এর মধ্যে সাতজন গত মঙ্গলবার পর্যন্ত অনশন করছিলেন। মার্কিন ডিসট্রিক্ট বিচারক সেসিলা আলটোঙ্গা মার্কিন ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট ও হোমল্যান্ড সিকিউরিটির আবেদনের পরে অনুমোদন প্রদান করেন। অনশনকারীদের টিউবের মাধ্যমে খাবার প্রদান করা হবে। বিচারক সেসিলা বলেন, তাদের জোর করে খাবার না দেয়া হলে তারা মরে যাবে। স্পুৎনিক নিউজ।

প্রবাস


শেয়ার