সেফ হোটেল অ্যালায়েন্স’র সর্বোচ্চ সম্মান অর্জন করল ‘‘Radisson Blu Chattogram Bay View’’





শেয়ার

চট্টগ্রাম: চট্টগ্রামের একমাত্র পাঁচতারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ অর্জন করেছে ‘‘এক্সিকিউটিভ সার্টিফিকেশন”।যা সেফ হোটেল অ্যালায়েন্স’র সর্বোচ্চ সম্মান।

 

সুইডেন ভিত্তিক দ্য সেফ হোটেল অ্যালায়েন্স চলতি বছরের ডিসেম্বরে অফিশিয়াল অডিট শেষে সম্প্রতি নিজস্ব ওয়েবসাইটে এ বিষয়টি জানায়।

 

নান্দনিক স্থাপত্যশৈলী, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, দেশ-বিদেশের বাহারি পদের সুস্বাদু খাবার, অত্যাধুনিক সুযোগ-সুবিধা ও বিশ্বমানের সেবার কারণে হোটেলটি ইতিমধ্যে আস্থা অর্জন করেছে সবার।

 

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার আই ইগ্নাটভ, থাইল্যান্ডের রাষ্ট্রদূত প্যানপিমন সুয়ান্নাপঙ্গে, ডেনমার্কের রাষ্ট্রদূত মিখাইল হেমনিটি ইউনথার, সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল, অস্ট্রেলিয়ার হাই কমিশনার জুলিয়া নিব্লেট, কেনিয়ার হাই কমিশনার ফ্লোরেন্স আইমিসা ওয়েচে, ব্রিটিশ হাই কমিশনার এলিসন ব্লেইক, সম্প্রতি বাংলাদেশ সফরে আসা শ্রীলংকা ক্রিকেট দলসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক ক্রিকেট দল প্রতিষ্ঠার মাত্র তিন বছরেই রেডিসনের সেবা নিয়েছেন বলে Radisson Blu Chattogram Bay View  এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।

 

সুবিশাল দৃষ্টিনন্দন ২টি পিলারলেস হলরুম, ৪টি আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট, ১৫টি মিটিং ও কনফারেন্স রুম, ৩টি বার, সুইমিং পুল, স্পা সেন্টার, জিমনেশিয়াম, বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল স্যুট, রয়্যাল স্যুট, জুনিয়র স্যুটসহ বিজনেস ক্লাস রুম এবং স্যুপেরিয়র রুমের কারণে বড় পরিসরে যেকোনো ব্যবসায়িক, সামাজিক কিংবা সাংস্কৃতিক আয়োজনে রেডিসন ছিল বরাবরই সবার পছন্দের শীর্ষে। 

 

আন্তর্জাতিক


শেয়ার

আরও পড়ুন