বাংলাদেশের রাজীব আহমেদ ফেসবুক কর্তৃক কমিউনিটি লিডার নির্বাচিত হয়েছেন





শেয়ার

ফেসবুক কর্তৃক কমিউনিটি লিডার নির্বাচিত হয়েছেন বাংলাদেশের রাজীব আহমেদ।

বাংলাদেশ থেকে একমাত্র তিনিই এই সম্মানে ভূষিত হয়েছেন। এর ফলে তিনি ৫০ হাজার ডলার বা বাংলাদেশি টাকায় ৪১ লাখ টাকা অর্থ পুরুস্কার পাবেন। এছাড়া তিনি ফেসবুকের প্রধান কার্যালয়ে যাওয়ার সুযোগ পাবেন। 

রাজীব আহমেদ ভাই নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেন। এরপর প্রায় ৩ বছর একটি কলেজে শিক্ষকতা করেন। তিনি দেখতে পান ইংরেজিতে দূর্বলতার কারনে অনেকেই তার কাজে সফল হতে পারেন না। তাই তিনি সার্চ ইংলিশ নামে একটি গ্রুপের মাধ্যমে নন ফরমাল ইংরেজি শেখানো শুরু করেন। সেখানে ফরমাল কিছু পেইড ভার্সনও আছে। যাতে সহজেই ইংরেজি শেখা যাচ্ছে। বর্তমানে এ গ্রুপে প্রায় ১৬ লাখ সদস্য রয়েছে। সমাজ পরিবর্তনে এই কাজের জন্যই তিনি কমিউনিটি লিডার নির্বাচিত হয়েছেন। 

প্রায় ৩৫ বছর ধরে প্রকাশিত বাংলাদেশের একমাত্র নিয়মিত ইংরেজি সাপ্তাহিক ঢাকা ক্যুরিয়ারে নিয়মিত লিখতেন তিনি। ঢাকা ক্যুরিয়ার ইউএনবির একটি সহযোগী প্রতিষ্ঠান।  

অভিনন্দন রাজীব আহমেদ।  আপনার অগ্রযাত্রা অব্যাহত থাকুক।

সোশ্যাল মিডিয়া


শেয়ার