আজকের সর্বশেষ


শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর বাকবিশিস'র স্মারকলিপি





শেয়ার

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায়  চট্টগ্রাম  জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে বর্তমানে দ্রব্য মূল্যের উর্ধগতি কমানো এবং বাজারমূল্যের সাথে সামঞ্জস্য রেখে ৪০% মহার্ঘ ভাতা প্রদান,২০১০ এর নীতিমালা অনুযায়ী অভিজ্ঞতার আলোকে অধ্যক্ষ - উপাধ্যক্ষ নিয়োগ, বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত অনার্স শিক্ষকদের এমপিও প্রদানসহ ১১ দফা  বাস্তবায়নের দাবিতে উক্ত স্মারকলিপি প্রদান করা হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, বিভাগীয় কমিটির সভাপতি অধ্যাপক তড়িৎ কুমার ভট্টাচার্য, জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ নুরুল আবসার,মহানগর কমিটির সভাপতি অধ্যক্ষ আলম আকতার, বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ বশির উদ্দীন কনক,মহানগর কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক অসীম চক্রবর্ত্তী, জেলা কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ শিমুল বড়ুয়া, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ অয়ন বড়ুয়া,অধ্যক্ষ সুধীর চক্রবর্তী, অধ্যক্ষ জনার্দন বণিক,অধ্যাপক অজিত কুমার দাশ,অধ্যপক রেজাউল করিম,অধ্যাপক মোহাম্মদ হোসেন, অধ্যাপক দীলিপ কান্তি দাশ,অধ্যাপক দীপঙ্কর নাথ,অধ্যাপক ফেরদৌস কামাল,অধ্যাপক রিজিয়া বেগম,অধ্যাপক শর্মিষ্ঠা দাশ,অধ্যাপক উন্মে কাউসার,অধ্যাপক সাইদুল ইসলাম প্রমুখ।

সারাদেশ


শেয়ার