মাস্টার ছায়েদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল





শেয়ার

শিক্ষাকতা শিল্পের বরপুত্র, কান্তিকালের বিবেকী সন্তান, খ্যাতিমান সমাজসেবক, বরেণ্য প্রধান শিক্ষক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও অদম্য সংগঠক মাস্টার এ ওয়াই এম ছায়েদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল ১২ মার্চ রবিবার বিকে ৪ টায় গুপ্তছড়া বাজার মাস্টার এ ওয়াই এম ছায়েদুল হক ফাউন্ডেশনের হল রুমে সংগঠনের নির্বাহী পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।


এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রনজলয় সম্পকিত সংসদীয় স্হায়ী কমিটির সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি।


মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী শামসুল আহসান খোকনের সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন ও হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন। স্মরণ সভায় দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা খবিরুল ইসলাম,  বক্তব্য রাখেন সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, সংগঠনের সহ সভাপতি মাস্টার মাইনউদ্দীন, প্রধান শিক্ষক সামছুদ্দীন, সংগঠনের যুগ্ম সম্পাদক মাস্টার মোঃ মোস্তফা, ও মোস্তফা আল মোস্তাফিজ, উপস্থিত ছিলেন  মাওলানা কাজী নিজাম উদ্দীন, মাওলানা জহিরুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন ও সদস্য সচিব পুষ্পেন্দু মজুমদার প্রমুখ।

সন্দ্বীপ


শেয়ার