নিজস্ব প্রতিবেদকঃ
আজ ২সেপ্টেম্বর-২০২০ সকাল ১১ঃ৩০ টার সময় পতেঙ্গায়
ইনকন্ট্রেড লিমিটেড নামক ডিপোতে পাওয়ার গ্যারেজে ট্রলির ডিজেল ট্যাংক এ ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণ ঘটে।জানা যায় পাওয়ার ডিজেলের ট্যাংকটি লিকেজ ছিল,যে মাত্রই ওয়েল্ডিং করা শুরু হয় সাথে সাথে ট্যাংকে আগুন ধরে যায় এবং ব্লাস্ট হয়। উক্ত বিস্ফোরণের সাথে সাথে ৩ জন শ্রমিক নিহত হয়।নিহতরা হলেন-মোক্তার হোসেন (২৭),ইমতিয়াজ উদ্দিন(২৬) এবং আরমান হোসেন(২৪)।
ঘটনাস্থলে আরো ৩ জন আহত হয়।আহতদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক।আহত ৩ জনই মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে আহত ২ জনের বাড়ি পার্শ্ববতী এলাকা বিজয় নগর।