সংযোগ সন্দ্বীপ'র যাত্রা শুরু





শেয়ার

 বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী বাবলুকে সভাপতি, কানাই চক্রবর্তী নির্বাহী সভাপতি (কর্মসূচি প্রণয়ন, অনুষ্ঠান পরিকল্পনা, শাখা গঠন ও মুখপাত্র) এবং মোঃ আবদুল জলীল কে সাধারণ সম্পাদক করে বিশেষায়িত সংগঠন সংযোগ সন্দ্বীপ এর ৬১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর ) রাজধানীর একটি রেস্তোরাঁয় সদস্যদের উপস্থিতিতে সংগঠনের স্থায়ী কমিটির সদস্য মোঃ আবু সুফিয়ান (সাবেক জেলা জজ) এ কমিটি ঘোষণা করেন। শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্য এই চার বিষয় দেশ এবং বহির্বিশ্বে তুলে ধরে সন্দ্বীপের মর্যাদা আরো বৃদ্ধি করা হচ্ছে এ সংগঠনের মূল লক্ষ্য। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে অবস্থানরত সন্দ্বীপের মানুষের সঙ্গে যোগসূত্র স্থাপন, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববোধ তৈরী এবং সন্দ্বীপের বৃহত্তর কোন কল্যাণে তাদের সম্পৃক্ত করাসহ সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিনোদন ইত্যাদি সৃজনশীল কাজে সহযোগিতা ও উৎসাহ প্রদান এবং চর্চা এ সংগঠনের কাজ। সামাজিক দায়িত্ব পালনসহ শিক্ষা শিল্প-সংস্কৃতির উন্নয়ন ও প্রসারে কাজ করবে এই সংগঠন। এছাড়াও গবেষণা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, রাজনীতি, সাংবাদিকতা, চিকিৎসা, ব্যবসা, আইন ও বিচারসহ বিভিন্ন পেশায় নিয়োজিত শুভবুদ্ধিসম্পন্ন মুক্তমনের সন্দ্বীপের মানুষদের এই মঞ্চে একত্রিত করা এবং প্রতিবছর স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্টজনদের পদক প্রদানের মধ্যদিয়ে সম্মান জানাবে এ সংগঠন। সুবিধাজনক সময়ে ঢাকায় অথবা সন্দ্বীপে ‘সন্দ্বীপ উৎসব’ এবং সম্ভব হলে কয়েক বছর পর পর ঢাকায় একটি ‘আন্তর্জাতিক সন্দ্বীপ উৎসব’ করবে সংযোগ সন্দ্বীপ। ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সভাপতি পরিষদ: বিনয় গোপাল রায় (অর্থ পরিকল্পনা ও ব্যবস্থাপনা) , মোশাররফ হোসেন রিপন (সংগঠন ও শৃঙ্খলা), অধ্যাপক ডা. মোহাম্মদ শাহেদুর রহমান খান (স্বাস্থ্য ও সমাজসেবা), মোহাম্মদ নুরুল আমিন (প্রশিক্ষণ), আলাউদ্দীন মাহমুদ সমীর (সংস্কৃতি), জামাল হোসাইন মনজু (চট্টগ্রাম), অধ্যাপক সিরাজুল মাওলা (সন্দ্বীপ)। যুগ্ম সাধারণ সম্পাদক : (১) মুজিব মাসুদ, (২) ইকবাল করিম নিশান (৩) জামিল ইউছুফ ( সাংগঠনিক, সদস্য সংগ্রহ , বাছাই, শাখা গঠন), অর্থ সম্পাদক : আবদুল আলীম সোহাগ , ব্যাবস্থাপনা সম্পাদক : শওকত আলী, আপ্যায়ন ও কল্যাণ সম্পাদক : দিদারুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক : শিরীন সুলতানা, দফতর সম্পাদক : কামরুল হাসান রিপন, তথ্য ও গবেষনা সম্পাদক : ইঞ্জিনিয়ার মোঃ মাকসুদুর রহমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট হেলাল উদ্দিন, নারী শিশু ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক : ডা. সুরাইয়া বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক : ড. শারমিন মুস্তারী (সহযোগী অধ্যাপক চবি), বিজ্ঞান প্রযুক্তি এবং প্রশিক্ষন বিষয়ক সম্পাদক : মোঃ সফিকুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক : ইঞ্জিনিয়ার মোহাম্মদ আওরঙ্গজেব মিনহাজ, আর্ন্তজাতিক বিষয়ক : মোঃ সাজ্জাদুল মাওলা তুষার, সমাজকল্যান সম্পাদক : মোঃ আজিজুর রহমান ( সোহেল) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক : মিজানুর রহমান টিটু। কমিটির সদস্যরা হলেন : মোঃ আবু সুফিয়ান , মোহাম্মদ সামছুল কবির, তপন চন্দ্র বণিক , ডা. জিল্লুর রহমান, দিদারুল আলম ,ডাঃ শামস মোহাম্মদ নোমান, মেজর (অব.) মাসুদুর রহমান ,আবুল হোসেন , নাজমুল হুদা আহমেদ , দীলিপ কুমার নন্দী, রিন্টু চৌধুরী , তুলি ব্যানার্জি, এস এম সাজ্জেদ্বীন , সাহেদা আক্তার নাজু , মোঃ সুলতান মাহমুদ , ইসমত আরা সুলতানা সুরাইয়া ( সরাসরি) , সাগর শাহনেওয়াজ (সরাসরি) , অধ্যাপক বিরঞ্জন (চট্টগ্রাম), রুহুল মহিদ চৌধুরী পিন্টু (চট্রগ্রাম), আফতাব উদ্দিন ডিকেন্স (চট্টগ্রাম), জহিরুল ইসলাম (সন্দ্বীপ), নীলাঞ্জন বিদ্যুৎ (সন্দ্বীপ) , আবদুল আউয়াল সবুজ ( ফেনী) , হাসিমুল কবির লোটন ( গাম্বিয়া), মোকাম্মেল আলম ( যুক্তরাজ্য), সিরাজুল ইসলাম ( যুক্তরাজ্য), রাজিউল ইসলাম সুমন (অস্ট্রেলিয়া) , অসীম সোম (কানাডা), বিনীতা ফখরুননাহার রূপা (সুইডেন ) , আনোয়ার সেলিম (যুক্তরাষ্ট্র) । পাঁচটি সদস্য পদ সংরক্ষিত রাখা হয়েছে। সংগঠনের স্থায়ী কমিটির সদস্যরা হলেন : আলী হায়দার চৌধুরী বাবলু ,মোঃ আবু সুফিয়ান , মোহাম্মদ সামছুল কবির , তপন চন্দ্র বণিক , কানাই চক্রবর্তী , মোশাররফ হোসেন রিপন , অধ্যাপক ডা. মোহাম্মদ শাহেদুর রহমান খান , বিনয় গোপাল রায় ,মোহাম্মদ নুরুল আমিন , মোঃ আবদুল জলীল, শিরীন সুলতানা , শওকত আলী এবং ইকবাল করিম নিশান। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনের আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ হবে। সংযোগ সন্দ্বীপ চট্রগ্রাম ,রাঙ্গামাটি , কক্সবাজার এবং সন্দ্বীপ শাখাও আত্নপ্রকাশের পথে। এছাড়াও দেশের বাইরেও শাখা করার প্রক্রিয়া চলছে। #প্রতিবেদন সিনিয়র সাংবাদিক কানাই চক্রবর্তী।

জাতীয়


শেয়ার