আজকের সর্বশেষ


হেভেন ফাউন্ডেশন ইউকে ও সন্দ্বীপ সমিতি ইউকে’র সভা অনুষ্ঠিত





শেয়ার

কেফায়েত উল্লাহ কায়সার :

 

হেভেন ফাউন্ডেশন ইউকে ও সন্দ্বীপ সমিতি ইউকে’র ব্যবস্থাপনায় ও ফাউন্ডেশনের সভাপতি প্রকৌশলী মনির মাহমুদের উদ্যোগে গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম নগরির হালিশহর হল-সেভেনে সমাজের নানান পেশার মানুষের সাথে ঈদ পরবর্তী ঈদ পুনর্মিলনী, হেভেন ফাউন্ডেশন ইউকে ও সন্দ্বীপ সমিতি ইউকে’র বিভিন্ন সামাজিক, মানবিক ও চলমান কার্যক্রম নিয়ে উপস্থিত সকলের সাথে আলোচনা করা হয়। একই সাখে ভবিষ্যত কর্মপন্থা নিয়েও পর্যালোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেভেন ফাউন্ডেশন ইউকে ও সন্দ্বীপ সমিতি ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মনির মাহমুদ।

অনুষ্ঠানে মনির মাহমুদ অলম, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অসচ্ছল, গরিব, অসহায় মানুষ, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানের নানান বিষয়ে উক্ত ফাউন্ডেশন আর্থিক সহায়তা করে থাকে। আমরা চাই সমাজের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটুক।মাহান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠজীব হিসেবে তারাও বেঁচে থাকুক শ্রেষ্ঠ মানুষ হিসেবে।একই সাথে তারা স্বাবলম্বি হয়ে অবদান রাখুক মানবতার কল্যাণে।

সাংবাদিক জামাল হোসাইন মনজুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন- সাংবাদিক কেফায়েত উল্লাহ কায়সার, মো. আব্দুল ওয়াদুদ, সিরনাজুল মাওলা, নাছির উদ্দিন, মোবারক হোসেন ভূইয়া, আজমত আলী বাহাদুর, মনজুর আলম, সিরাজুল মাওলা কামাল, এস এম মোস্তফা মাহমুদ, রেজাউল করিম রিয়াদ, মাহফুজুর রহমান, হাসিমুল কবির লোটন, দিলদার হোসেন পল্টু, আহসান উল্যাহ, আহসানুল কবির তালুকদার, আবু ইউসুফ সন্দ্বীপী, আসাদ উল্যাহ, জসিম উদ্দিন, ইলিয়াছ জাবেদ নিশান, আশ্রাফ উল্যাহ কচি, জহির উদ্দিন, ইকবাল বাবলু, পিয়ারু জামান, ফোরকান উদ্দিন রিজবী, জাহেদ কামাল, মো. রুহুল আমিন, মো. আবু সাঈদ, মো. বাচ্চু মিয়া, মো. সেলিম, মো. মুজিবুর রহমান, মজিবুর রহমান, জাফর উল্যাহ মল্লিক, আফছার উদ্দিন মাস্টার, মো. জিয়াউর রহমান, জসিম উদ্দিন, অধ্যাপক শামছুল কবীর শামীম, মুহাম্মদ জাফর হোসেন প্রমুখ। ##

চট্টগ্রাম


শেয়ার

আরও পড়ুন