চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের উদ্যােগে লেকচার সিরিজের ৩য় লেকচার আজ (২৭ ফেব্রুয়ারি) সোমবার অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর লবিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে "আমার দেখা নয়াচীন ও সমকালীন বাংলা ভ্রমণসাহিত্য" শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আনােয়ার সাঈদ।
সেমিনারে আলোচক ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. মুনতাসীর মামুন, চবি বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ ও রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মাহফুজ পারভেজ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ও চবি জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ বশির আহাম্মদের সভাপতিত্বে এবং চবি জাদুঘর এর ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হোসেনের পরিচালনায় সেমিনারে কবিতা পাঠ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের শিক্ষক, বিশিষ্ট কবি ও সাহিত্যিক প্রফেসর হোসাইন কবির।
অনুষ্ঠানে প্রফেসর ড. মাহফুজ পারভেজ রচিত 'বঙ্গবন্ধু: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি' শীর্ষক গ্রন্থ উন্মোচক করেন বিশিষ্ট ইতিহাসবিদ প্রফেসর ড. মুনতাসীর মামুন ও চবি অধ্যাপকবৃন্দ।
সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।