শত বয়সী মাওলানা রফিক উল্লাহ'র ইন্তেকাল





শেয়ার

চট্টগ্রামস্থ সন্দ্বীপের বিশিষ্ট আলেমে আলহাজ্ব মাওলানা রফিউক উল্লাহ গত ১৯ শে জানুয়ারী  দুপুরে ১২.৪৫ সময় ইন্তেকাল করেছেন ।  ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহেরাজেউন)।
তিনি চট্টগ্রাম নগরীর হালিশহর  এ ব্লক
এবং সন্দ্বীপ মগধরার ইউনিয়ন
নেয়ামত আলী মুন্সির বাড়ির বাসিন্দা ছিলেন।
মৃত্যুকালে তাঁর  বয়স ছিল ১০৩ বছর। তিনি ইসলামের শরিয়ত ও সুন্নাতের উপর অটল থেকে  জীবন অতিবাহিত করেছেন। সব সময় জিকিরে এবং ফিকিরে ছিলেন। তিনি সাদা-মাটা জীবন যাপন করেছেন।
  তিনি সন্দ্বীপ বাউরিয়া রহমানিয়া মাদ্রাসার সাবেক  সহকারী মুহতামিম( পরিচলক) সহ বহু মাদ্রাসার শিক্ষক ছিলেন। এছাড়া ও তিনি চট্টগ্রাম রাইফেল ক্লাবস্থ  মুসাফিরখানা জামে মসজিদের খতিব সহ নগরীর বেশ কয়েকটি মাসজিদে ইমাম ও খতিব ছিলেন।
 
 মৃত্যুকালে মাওলানা রফিউক উল্লাহ ১ স্ত্রী ৯ ছেলে ২ মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তিনি এশির প্রখ্যাত শায়েখুল হাদীস আল্লামা আব্দুল ওয়াদুদুল হক এর  জামাতা ও  মুফতি হাবিবুল্লাহ পিতা। এবং সাংবাদিক মোবারক হোসেন ভূঁইয়া নানা শশুর।

হালিশহর এ ব্লক মসজিদ সংলগ্ন  মরহুমের জানাজার নামাজ রাত ১০ টায়  অনুষ্ঠিত হয়। কনকনে শীত উপক্ষা করে দুর দুরান্ত আগত আলেম,  ব্যবসায়ী ও সর্বস্তরের শতশত জনগণ জানাজায় উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম


শেয়ার

আরও পড়ুন