নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সিরাজুল হক মিয়ার ২৭তম মৃত্যুবার্ষিকীতে আজ বুধবার সকালে মরহুমের চৈতন্যগলিস্থ বাইশ মহল্লা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন।
পরে তিনি মরহুম সিরাজ মিয়ার রূহের মাগফেরাত কামনা ও সংগগ্রামমুখর রাজনৈতিক জীবনকে শ্রদ্ধাভরে স্মরণ করে কবর জিয়ারত ও মুনাজাত করেন। তখন তিনি মরহুমের বিদেহী আত্মার শ্রদ্ধায় নীরবে ১ মিনিট কবরে দাঁড়িয়ে থাকেন।
এসময়.শেখ মুহাম্মদ ইসহাক, মরহুমের পুত্র মাহবুবুল হক মিয়া,মো.পেয়ারু,হাজী মো.ইলিয়াছ, ওয়াহিদুল আমিন, হাজী মো.হোসেন, নুরুল কবির, মোরশেদ আলম, পংকজ চৌধুরী কংকন, কাজী হেলাল উদ্দিন, মনোয়ার জাহান মনি,স্বরূপ দত্ত রাজু, মোজাম্মেল হক মানিক, মনিরুল হক মুন্না সাবেক প্রশাসকের সাথে ছিলেন।