ভারতের জন্য পাকিস্তান অধিনায়ক বাবর আজমের প্রার্থনা।





শেয়ার

করোনার ভয়াবহ ছোবলে ক্ষতবিক্ষত ভারত। সংক্রমণের হারে এখন বিশ্বে তালিকার শীর্ষে রয়েছে দেশটি। ভেঙে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। অক্সিজেন, আইসিইউ, হাসপাতাল শয্যার সংকটে হাহাকার ভারতজুড়ে। নানাবিধ সংকটে জর্জরিত ভারতের জনগোষ্ঠী।

এমন অবস্থায় ভেদাভেদ ভুলে সবাই পাশে দাঁড়াচ্ছেন ভারতের। বিভেদ, শত্রুতা ভুলে মানবতার সেবায় এগিয়ে আসছেন অনেকেই। এবার ভারতবাসীদের আরোগ্য কামনায় প্রার্থনা করলেন চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম। 

ভারতের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে নিজের অফিসিয়াল টুইটে ভারতের জন্য প্রার্থনা করেন তিনি। বাবর লেখেন, ‘সংকট মোকাবিলায় ভারতের জনগণের জন্য প্রার্থনা করছি। এখন সময় সহমর্মিতার, ঐক্যের। সবাইকে আহ্বান করবো স্বাস্থ্যবিধি মেনে চলার যা আমাদের সুস্থ রাখবে। আমরা সবাই মিলে এটি করতে পারব।’ 

এর আগে পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার শোয়েব আখতার ভারতের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সবাইকে। এছাড়া আইপিএলে খেলা অজি ক্রিকেটার প্যাট কামিন্স কোভিড যুদ্ধে ভারতকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামার আগে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারত সরকারের তহবিলে ৫০ হাজার ডলার অনুদান দেন।

ক্রিকেট


শেয়ার