আজ ভারতের পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ২২ টি কবিতার আবৃত্তি করবেন জাহান বশীর





শেয়ার

আজ কিংবদন্তী সঙ্গীতশিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় এর ৯৮ তম জন্মদিবস উপলক্ষে কলকাতার শিশির মঞ্চে বাংলাদেশের প্রথিতযশা আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক জাহান বশীর " গোপন প্রাণে একলা মানুষ" শিরোনামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ২২ টি কবিতার আবৃত্তি পরিবেশন করবেন। জাহান বশীর এর সাথে আবৃত্তি সহযোগে থাকছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট বাচিক ও সঙ্গীতশিল্পী বিধুরা ধর এবং সঙ্গীত সহযোগে থাকছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী অধ্যাপক উজ্জ্বল বন্দোপাধ্যায়। অনুষ্ঠানটি আয়োজন করেছে " মধুস্বরা"। আবৃত্তিশিল্পী জাহান বশীর বলেন, প্রবাদপ্রতিম কণ্ঠশিল্পী কণিকা বন্দোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত এ শ্রুতিকাব্য অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই বাংলার সংস্কৃতি চর্চার একটি মেলবন্ধন সৃষ্টি করা হচ্ছে। আজকের অনুষ্ঠানের অন্যতম অতিথি আবৃত্তিশিল্পী জাহান বশীর কলকাতা ও এর আশেপাশের সংস্কৃতিপ্রেমি ও কাব্যপ্রেমিদেরকে বিচিত্র ভাবনার এ অনুষ্ঠানটি উপভোগ করার আহবান জানিয়েছেন।

আন্তর্জাতিক


শেয়ার