
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, প্রয়োজন হলে রোগীকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল বোর্ড সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
মেডিকেল বোর্ডের ভাষ্য অনুযায়ী, রোগীর পরিবার কিংবা পরিবারের মাধ্যমে সরকার যদি বিদেশে উন্নত চিকিৎসার উদ্যোগ গ্রহণ করে, সে ক্ষেত্রে চিকিৎসা-সংক্রান্ত সব ধরনের প্রক্রিয়ায় পূর্ণ সহায়তা দেবে এভারকেয়ার হাসপাতাল। সংকটাপন্ন এই সময়ে রোগীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করাই বোর্ডের প্রধান লক্ষ্য বলে জানানো হয়েছে।
গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওসমান হাদির জরুরি সার্জিক্যাল অপারেশন সম্পন্ন হয়। পরবর্তী জটিলতা ও নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার কারণে তাকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।
মেডিকেল বোর্ড জানিয়েছে, সর্বশেষ সিটি স্ক্যানে তার মস্তিষ্কের ফোলা আরও বেড়েছে, যা চিকিৎসকদের জন্য বড় উদ্বেগের কারণ। যদিও ফুসফুস ও কিডনির কিছু কার্যকারিতা আপাতত নিয়ন্ত্রণে রয়েছে, তবে ব্রেন স্টেমে আঘাতজনিত জটিলতার কারণে সার্বিক অবস্থা এখনও সংকটময়।
এ অবস্থায় বিদেশে উন্নত চিকিৎসার সম্ভাবনা সামনে রেখে বোর্ডের এই প্রস্তুতির ঘোষণা রোগীর পরিবার ও অনুসারীদের জন্য কিছুটা হলেও ভরসার বার্তা দিচ্ছে। একই সঙ্গে চিকিৎসকরা সকলকে গুজব ও অনুমানভিত্তিক তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
মেডিকেল বোর্ড জানায়, ওসমান হাদির সুস্থতার জন্য তারা সর্বোচ্চ পেশাদারিত্ব ও সমন্বয়ের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাচ্ছে এবং তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর দোয়া কামনা করেছে।
এআর/দেশবিদেশ