• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

‘বেগম জিয়া শুধু দলের নেত্রী নন, সারা দেশের নেত্রী’: ইসরাফিল খসরু

দেশবিদেশ প্রতিবেদক / ৭
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
দেশবিদেশ২৪ 3

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, আমরা আজ এমন একজন নেত্রীর জন্য দোয়া করতে এসেছি তিনি শুধু দলের নেত্রী নন, সারা দেশের নেত্রী, জনগণের নেত্রী।

শুক্রবার (৫ ডিসেম্বর) বাদে আসর বন্দর উচ্চ বিদ্যালয়ের মাঠে চট্টগ্রাম-১১ আসনের হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে ইসরাফিল খসরুর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

ইসরাফিল খসরু বলেন, জীবনের দীর্ঘ সময় তিনি মানুষের অধিকার আদায়ে, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে, গণতন্ত্র ফিরিয়ে আনতে সংগ্রাম করেছেন। বিগত ১৭ বছর আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, এরশাদ সরকারের বিরুদ্ধে নয় বছর আন্দোলন করেছেন। আন্দোলন করতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন, জেলে গেছেন কিন্তু কোনোদিন আপস করেননি। তিনি তার জীবনটা জনগণের জন্য, আমাদের জন্য ‌সেক্রিফাইস করেছেন। তিনি ঐক্যের প্রতীক, স্বাধীনতা সার্বভৌম গণতন্ত্রের প্রতীক, তিনি আমাদের মুক্তির প্রতীক, আস্থার প্রতীক। আসুন নেত্রীর জন্য আমরা যার যার অবস্থান থেকে মহান আল্লাহতালার কাছে দোয়া করি উনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জামাল উদ্দীন আলকাদেরি।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিয়া ভোলা, এমএ আজিজ, শফিকুর রহমান স্বপন, মঞ্জুর আলম চৌধুরী, মহানগর বিএনপির সদস্য হানিফ সওদাগর, আবুল হাসেম, মশিউল আলম স্বপন, শ্রমিকদল নেতা শেখ নুরুল্লাহ বাহার, মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়া, মহানগর জিপি মো. কাশেম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সাজ্জাদ, বিএনপি নেতা মোহাম্মদ সেকান্দর, ডা. নুরুল আফসার, মো. শাহাবুদ্দিন, হাসান মুরাদ, রোকনউদ্দিন মাহমুদ, মইনুদ্দিন মাইনু, বন্দর শ্রমিকদল নেতা হুমায়ুন কবির, মহানগর স্পেশাল পিপি সেলিম উদ্দিন শাহিন, অ্যাডভোকেট নেজামুদ্দিন, সাবেক স্বেচ্ছাসেবক দল সভাপতি এইচএম রাশেদ খান, মহানগর কৃষক দল আহ্বায়ক মোহাম্মদ আলমগীর, ছাত্রদল আহ্বায়ক সাইফুল আলম, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তানভীর প্রমুখ।


এই বিভাগের অন্যান্য সংবাদ