• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ৭ জনের প্রাণহানি, আহত দেড় শতাধিক

দেশবিদেশ প্রতিবেদক / ৪১
সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 11 03 at 2.39.53 PM

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ পর্বতমালায় ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন এবং এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫০ জন। ভোররাতে আঘাত হানা এই ভূমিকম্পে ঘরবাড়ি ও স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়,প্রাথমিকভাবে ভূমিকম্পটির গভীরতা ১০ কিলোমিটার বলা হলেও পরবর্তীতে তা সংশোধন করে ২৮ কিলোমিটার নির্ধারণ করা হয়।

প্রায় ৫ লাখ ২৩ হাজার মানুষের জনবহুল শহর মাজার-ই-শরিফের আশপাশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ভূমিকম্পের কম্পন রাজধানী কাবুলসহ পার্শ্ববর্তী কয়েকটি প্রদেশেও অনুভূত হয়েছে।

সামাঙ্গান প্রদেশের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সামিম জোয়ানদা জানান, এখন পর্যন্ত সাতজনের মৃত্যু এবং অন্তত ১৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের সবাইকে দ্রুত স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বালখ প্রদেশের মুখপাত্র হাজি জায়েদ জানান, ভূমিকম্পে ঐতিহাসিক নীল মসজিদ (ব্লু মসজিদ)-এর একটি অংশ ধসে পড়েছে। এতে স্থাপনার কিছু অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারে ব্যস্ত স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা।

এর আগে, মাত্র দুই মাস আগেও আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক বিধ্বংসী ভূমিকম্পে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছিল।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ