• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন

আহতদের আনা হচ্ছে চমেকে

হাটহাজারীতে সুন্নী-কওমী সংঘর্ষে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

দেশবিদেশ প্রতিবেদক / ৪৭
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
Hathazari 1

চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা এলাকায় সুন্নী ও কওমী পক্ষের সংঘর্ষের পর প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে রবিবার বিকেল ৩টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় উপজেলার মিরের হাট থেকে এগারো মাইল সাবস্টেশন পর্যন্ত, এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট পর্যন্ত এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও অস্ত্রবহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকেল থেকে শুরু হওয়া সংঘর্ষে অন্তত ৮০ জন আহত হয়েছেন বলে সিভিল সার্জনের কার্যালয় জানিয়েছে। আহতদের মধ্যে তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বাকি সবাই হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে সবাই আশঙ্কামুক্ত বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সংঘর্ষের সূত্রপাত হয় হাটহাজারী মাদ্রাসার সামনে অশালীন অঙ্গভঙ্গির ছবি ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে। এরপর জশনে জুলুস থেকে ফেরা গাড়িবহরে হামলার অভিযোগে দুই পক্ষ মুখোমুখি হয়। এসময় হাটহাজারী বাসস্টেশন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত আরিয়ান ইব্রাহীমকে (২০) আটক করেছে। তিনি ফেসবুকে ভিডিও বার্তায় দুঃখ প্রকাশ করলেও উত্তেজনা থামেনি। তাকে শনিবার সন্ধ্যায় ফটিকছড়ির শফিকিয়া দরবার শরীফ এলাকা থেকে আটক করা হয়।

সংঘর্ষের পর মাদ্রাসা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের শান্ত থাকার আহ্বান জানালেও, কওমী অঙ্গনের একাংশ বাসস্টেশনে অবরোধ করে কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানান তিনি।


এই বিভাগের অন্যান্য সংবাদ