
চট্টগ্রামের হাটহাজারীতে মাদ্রাসা ও সুন্নী সমর্থকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষে এ পর্যন্ত ১০৭ জনেরও বেশি আহত হয়েছেন। আহতরা হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ২০ জনকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে।
হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সের ফেইসবুক পেইজে এসব তথ্য জানানো হয়েছে।
আহতদের চিকিৎসায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য বিভাগ সর্বদা তৎপর রয়েছে। এ সময় উপজেলা প্রশাসন, র্যাব-৭ হাটহাজারী, হাটহাজারী মডেল থানা, স্থানীয় জনসাধারণ ও বেসরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন গাড়িচালকরা রোগী পরিবহনে সহায়তা করেন। এ সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত। হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহানিয়া আক্তার বিল্লাহ আহতদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।
এছাড়া কর্তব্যরত চিকিৎসক, নার্স, স্যাকমো ও স্বাস্থ্যকর্মীদের তাৎক্ষণিক সেবার জন্য ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা।