
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে চট্টগ্রামের মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের আয়োজনে এবং লায়ন্স ক্লাব অব চিটাগাং বাতিঘরের সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মরহুম নজু মিয়া বাড়ির সামনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সভাপতিত্ব করেন মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব নুর মোহাম্মদ।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫ বি৪ বাংলাদেশ-এর জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সমাজসেবা একাডেমির অধ্যক্ষ মোহাম্মদ শাহী নেওয়াজ, চট্টগ্রাম মহানগর বিএনপি সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন জিয়া, হাজী সালাউদ্দিন, মসিউল আলম স্বপনসহ লায়ন্স ক্লাবের বিভিন্ন পদধারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপ-কমিটির সদস্য সচিব লায়ন এম এ মুছা বাবলু ও প্রচার সম্পাদক নুর জাহেদ বাবলু যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। স্বাগত বক্তব্য রাখেন উপ-কমিটির সদস্য সচিব হাজী নুরুল আমিন।
এসময় মাঝিরঘাট সমাজ উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আয়াজ বাহাদুর, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াসসহ স্থানীয় সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
এমকেআর/দেশবিদেশ