• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন

কাদের সিদ্দিকীর বাসায় হামলা

নিজস্ব প্রতিবেদক / ৩৪
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
1757220667 7e4d42f70d7a7f6af31b

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর টাঙ্গাইলের নিজ বাড়ি-গাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে মুখোশধারীরা।

শনিবার, ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে শহরের আকুরটাকুর পাড়ার তার বাসভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানান যে, রাত ১২টার পর ১০–১৫ জন মুখোশ ও হেলমেট পরা কিছু দুর্বৃত্ত বাড়ির সামনে আসে। গেট বন্ধ থাকায় একটি মই বেয়ে ভেতরে প্রবেশ করেন তারা। তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। প্রথমে বাড়ির জেনারেটরের ভেতর থেকে অকটেন বের করে আনে এবং পরে কাদের সিদ্দিকীর দুটি গাড়ি ভাঙচুর করে। এ সময় বাইরে থেকে ইটপাটকেল ছুড়ে বাড়ির জানালা ভেঙে ফেলে তারা।
গাড়িচালক মো. লিটন গণমাধ্যম কে বলেন, হামলাকারীরা পেট্রোল ব্যবহার করে গাড়ি পুড়িয়ে দেয়ার চেষ্টা করেছিল। তবে বাড়ির লোকজন চিৎকার করলে তারা পালিয়ে যায়।

টাঙ্গাইল সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। কে বা কারা এ হামলার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। দোষীদের শনাক্তে কাজ করছে পুলিশ।
এ ঘটনায় দুপুর ১২টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

এআরই/এমকেআর


এই বিভাগের অন্যান্য সংবাদ