• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ পূর্বাহ্ন

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, চট্টগ্রামে বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা

দেশবিদেশ প্রতিবেদক / ১০১
রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
ctg fine 20250907214659

চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গীবাজারে অভিযান চালিয়ে মোহাম্মদীয়া বেকারি অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, অনুমোদনবিহীন রাসায়নিক ও ফ্লেভার ব্যবহার এবং অপরিচ্ছন্ন যন্ত্রপাতি ব্যবহারের অভিযোগে এ শাস্তি দেওয়া হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এছাড়া একই অভিযানে ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা ও ফুটপাত দখল করে দোকান বসিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে তিন ব্যক্তিকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা বলেন, “অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অনুমোদনবিহীন উপাদান ব্যবহারের অপরাধে মোহাম্মদীয়া বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া তিনজনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


এই বিভাগের অন্যান্য সংবাদ