• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

দায়িত্ব নিয়েই পাথর লুটের বিরুদ্ধে অ্যাকশনে ডিসি সারওয়ার

/ ১৩২
শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
image 293359 1755787225bdjournal

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম দায়িত্ব নেওয়ার মাত্র আট ঘণ্টার মধ্যেই অবৈধ পাথর খেকোদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সাদাপাথর এলাকা পরিদর্শন শেষে ফেরার পথে ভোলাগঞ্জ-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে তিনটি স্টোন ক্রাশার মিলে অবৈধ পাথর জব্দ করেন তিনি।

অভিযানে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়াসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুকেরগাঁও এলাকায় চাচা ভাতিজা স্টোন ক্রাশার, মেসার্স আল করিম স্টোন ক্রাশার এবং নামহীন আরেকটি মিল থেকে এসব পাথর জব্দ করা হয়। তবে তৎক্ষণাৎ সঠিক পরিমাণ জানা যায়নি। সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপ শেষে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এর আগে সকালে দায়িত্ব গ্রহণের পর প্রথমেই সাদাপাথর এলাকা পরিদর্শন করেন ডিসি সারওয়ার। ক্ষতিগ্রস্ত স্থানগুলো ঘুরে দেখেন এবং পাথর প্রতিস্থাপনের কাজ তদারকি করেন।

পরিদর্শন শেষে তিনি বলেন, “সাদাপাথরকে আগের রূপে ফিরিয়ে দিতে যা যা প্রয়োজন, করা হবে। পাশাপাশি কারা এই লুটের সঙ্গে জড়িত এবং কেন এটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে। সাদাপাথর থেকে যাতে আর একটি পাথরও চুরি না হয় সেই ব্যবস্থা করা হচ্ছে।”


এই বিভাগের অন্যান্য সংবাদ