>নিজস্ব প্রতিনিধি:
আমাদের দেশ আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের অহংকার এই থীমকে হৃদয়ে লালন করে উপমহাদেশে প্রথম মূলধারার সংস্কৃতির বিভিন্ন শাখার সম্মাননা ‘এন্টারটেইনার অ্যাওয়ার্ড ২০১৮’-এ এবার যারা মূলধারা সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে তাদের অসাধারণ কর্মনৈপুণ্যের জন্য সম্মাননা পাচ্ছেন –
শ্রেষ্ঠ সংগঠক হিসেবে মুজফফর আহমদ ( মরণোত্তর ) , ভাষা বিজ্ঞানী ও নাট্যকার হিসেবে ড. রাজীব হুমায়ুন ( মরণোত্তর ) , সেরা চলচ্চিত্র পরিচালক ( মরণোত্তর ) স্বাধীন বাংলাদেশের প্রথম চলচিত্র পরিচালক মোস্তফা মেহমুদ , সেরা উন্নয়ন সংগঠক ও শ্রেষ্ঠ উপস্থাপক ফারজানা রশীদ ব্রাউনিয়া , সেরা সংগঠন ভাষা শহীদ আবদুস সালাম স্মৃতি পরিষদ , সেরা মূকাভিনয় শিল্পী , ও নির্দেশক নাদেজদা ফারজানা মৌসুমী , সেরা বাচিকশিল্পী বদরুল আহসান খান , সেরা সৃজনশীল সাংবাদিক রিমন মাহফুজ , সেরা বিনোদন সাংবাদিক হামিদ মোহাম্মদ জসিম , সেরা নৃত্যশিল্পী শারমীন হোসাইন , সেরা মঞ্চনাট্য পরিচালক শিশির দত্ত, সেরা সাংস্কৃতিক সংগঠক ও নাট্যকার কানাই চক্রবর্তী , সেরা সংগীত শিল্পী , গীতিকার ও সুরকার শান্তনু বিশ্বাস , সেরা শিক্ষক জসিম উদ্দিন সরকার , সেরা আলোকচিত্রশিল্পী মউদুদুল আলম , সেরা পরিচালক ( টিভি ) শাখাওয়াত শিবলী।...