>আলহাজ্ব মোহাম্মদ আলমগীর :জগতের অর্থলোলুপ পথে ধাবিত না হয়ে শ্রেষ্ঠ আল্লাহর কামালিয়ত প্রাপ্ত এবং বিশেষত্ব প্রাপ্ত হয়ে সাধারণ মানবাত্মাকে আধ্যাত্মিক জ্যোতির আলোতে আলোকিত করার গৌরব অর্জন করে আধ্যাত্মিক সুফি, মাইজভান্ডারী শরাফতের একনিষ্ঠ ভক্ত, দরবারে মুসাবিয়ার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ সুফী আল সৈয়দ আহমদুল হক সিদ্দিকী (র:) এর খেলাফত প্রাপ্ত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, অসংখ্য পীর-আউলিয়া, দরবেশ, সাধু-মহাত্মার লীলা নিকেতন খ্যাত চট্টগ্রামের আধ্যাত্মিক স¤্রাট মুশকিল খোসা হযরত মনছুর আলী শাহ (র:) এর বংশের গৌরবদীপ্ত উত্তরাধিকার স্বনামধন্য পুরুষ আশেকে মোস্তফা, খাদেমুল আউলিয়া হযরত আলহাজ¦ আবদুল হাকিম মাইজভান্ডারী (র:) ১৯২০ সালে জন্ম গ্রহণ করেন। হ...